পাকিস্তানের নব-নির্বাচিত
সদস্যের ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালু করার দাবি
নয়াদিল্লী, ৭ জানুয়ারি (ইউ এন আই) – পাকিস্তানের বাণিজ্য দপ্তরের প্রাক্তন মন্ত্রী ও নব-নির্বাচিত জাতীয় পরিষদের সদস্য গুলাম ফারুক ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালু করার পক্ষে জোরালাে অভিমত ব্যক্ত করেন।
তিনি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের পাক-ভারত বাণিজ্য সম্পর্ককে স্বাভাবিক করার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য ছিন্ন হওয়ায় পূর্ব-পাকিস্তানের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।
সূত্র: কালান্তর, ৮.১.১৯৭১