You dont have javascript enabled! Please enable it! 1971.02.07 | পাক দূতাবাসের সামনে ছাত্র বিক্ষোভ অব্যাহত | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাক দূতাবাসের সামনে ছাত্র বিক্ষোভ অব্যাহত

নয়াদিল্লী, ৬ ফেব্রুয়ারি (ইউ-এন আই) পাকিস্তানী দূতাবাসের সামনে আজকে চুতর্থদিনেও ছাত্র-বিক্ষোভ অব্যাহত থাকে। লাহােরে জোর করে নামান ভারতীয় বিমান ধ্বংস করার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে এলে পুলিস তাদের গতিরােধ করে। একদিন দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে।
দূতাবাস থেকে প্রায় ১শ গজ দুরে পুলিস বিক্ষোভকারীদের ঠেকিয়ে রাখে।আজকের ক্ষুব্ধ ছাত্ররা দূতাবাসের সামনে পৌছতে না পারার জন্য পুলিসের ওপর ঢিল ছুড়তে শুরু করে। ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ২৫০টি কাঁদানি গ্যাসের সেল ছােড়ে। কোন সময়েই বিক্ষোভকারীরা দূতাবাসের কাছে যেতে পারেনি।
কেরলবাগ ও রাজেন্দ্রনগরে যুব-ছাত্ররা এক সমাবেশে পাক-প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কুশপুত্তলিকা দাহ করে।
বরদা শহরে একজন নিহত
বিমান ধ্বংস করার ঘটনাকে কেন্দ্র করে এক বিক্ষুব্ধ জনতার ওপর গত রাতে পুলিস গুলি চালালে একজন নিহত হন।
উজ্জ্বত অঞ্চলগুলি ৩২ ঘন্টার জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে। সারা শহরে আজ স্কুল, কলেজ এবং সিনেমাগুলি বন্ধ ছিল। পুলিস ৫০ জনকে গ্রেপ্তার করেছে।

সূত্র: কালান্তর, ৭.২.১৯৭১