পাকিস্তানে বিদেশী তেল কোম্পানীগুলিকে জাতীয়করণের দাবি জোরদার হচ্ছে
নয়াদিল্লী, ১ ফেব্রুয়ারি (আই পি এ)-পাকিস্তান তেলের ঘাটতি হওয়ার দরুণ বিদেশী তেল কোম্পানিগুলিকে জাতীয়করণ করার দাবি ক্রমশই জোরদার হয়ে উঠছে।
স্তানের বিভিন্ন মহল মনে করছে যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নতুন সরকার গঠিত হলে বিদেশী তেল কোম্পানী বামসেল ক্যালটেক্স ও এসাের কার্যকলাপ খর্ব করার সিদ্ধান্ত গৃহীত হবে।
এই মর্মে জল্পনা-কল্পনা চলছে যে বিদেশী কোম্পানীগুলির লাইসেন্স বাতিল করে তা করাচীর ব্যবসায়ী গােষ্ঠীর হাতে অর্পণ করা হবে।
প্রসঙ্গত উল্লেখযােগ্য যে শেখ মুজিবর ও ভূট্টো নির্বাচনকালে বিদেশী ও পাকিস্তানের একচেটিয়া পুঁজিবাদীদের কার্যকলাপ খর্ব করার প্রতিশ্রুতি দেন।
সরকার ইতােমধ্যেই পশ্চিম পাকিস্তানে কেরােসিনের কালাে বাজার বন্ধ করার জন্য কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু সেগুলি কার্যত ব্যর্থ হয়েছে।
রাওয়ালপিন্ডিতে ১ টিন কেরােসিন ২৭ টাকায় ও ১ বােতল ১ টাকায় কালাে বাজারে বিক্রি হচ্ছে।
পাকিস্তান সরকার সম্প্রতি বার্মা অয়েলে ৫১ শতাংশ পাকিস্তানের শেয়ার ক্রয়ের যে উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে উপরােক্ত বিদেশী কোম্পানিগুলি বিচলিত বােধ করছে বলে জানা গেছে। তবে বিদেশী কোম্পানিগুলিকে তেল বিলি বন্টনের অবাধ সুযােগ দেওয়ায় তেলে প্রচণ্ড ঘাটতি দেখা দিয়েছে এবং সেই সুযােগ কালােবাজারীও চালু হয়েছে।
সূত্র: কালান্তর, ২.২.১৯৭১