৬ দফা কর্মসূচীর ভিত্তিতে পাকিস্তান সংবিধান রচনার দাবি
নয়াদিল্লী, ১১ ফেব্রুয়ারি (ইউ এন আই) আওয়ামী লীগের ৬ দফা কর্মসূচীর ভিত্তিতে পাকিস্তানের ভবিষ্যৎ সংবিধান রচনা করতে হবে এই মর্মে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী তাজউদ্দিন আমেদ ঢাকার অদূরে এক জনসভায় ভাষণ দেন। জনসাধারণের হাতে ক্ষমতা হস্তান্তরের কাজটি বানচাল করার উদ্দেশ্য কায়েমী স্বার্থবাদীদের যে কোন চক্রান্তকে প্রাতরােধ করার জন্য শ্রী আমেদ উপরােক্ত সভায় জনসাধারণের নিকট এক আহ্বান জানান।
৬ দফা কর্মসূচীর বিরুদ্ধে ভুট্টোর হুমকি রাওয়ালপিন্ডি থেকে পাকিস্তান প্রেস ইন্টার ন্যাশনালের এক খবরে জানা যায় যে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যন শ্রী জেড এ ভুট্টো পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবর রহমানের ৬ দফা কর্মসূচীর ভিত্তিতে রচিত সংবিধানের বিরুদ্ধে সংগ্রামের হুমকী দিয়েছে।
শ্রী ভুট্টোর উক্তি উদ্ধৃতি দিয়ে রিপোের্ট বলা হয়েছে যে সামরিক কর্তৃপক্ষ এবং আওয়ামী লীগ নেতা ৬ দফা কর্মসূচীর ভিত্তিতে সংবিধান রচনার পরিকল্পনা শুরু করেছে।
সূত্র: কালান্তর, ১২.২.১৯৭১