ইয়াহিয়ার আমলে
গান্ধীজীকে উপহার দেওয়া জমিও শত্রুর সম্পত্তি বলে গণ্য
নয়াদিল্লী ১২ ফেব্রুয়ারি-পাকিস্তান সরকার গান্ধীজীকে উপহার দেওয়া একখণ্ড জমি শক্রর সম্পত্তি বলে ঘােষণা করেছেন।
১৯৪৬ সালে গান্ধীজী যখন ভ্রাতৃঘাতী দাঙ্গার শান্তি স্থাপনের উদ্দেশ্য নােয়াখালি সফল করছিলেন তখন এই ভূমিখণ্ডটুকু তাকে উপহার দেওয়া হয়। গান্ধীজী এই ভূমিখণ্ডটুকু নােয়াখালির অম্বিকা কালীগঙ্গা চ্যারিটেবল ট্রাস্টকে দান করেন।
পাক সরকারের উপরােক্ত ঘােষণা জনসাধারণকে ক্ষুব্ধ করেছে ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা মওলানা ভাসানিও সরকারের এই ঘােষণার তীব্র সমালােচনা করেছেন। করাচির সংবাদপত্র মর্নিং নিউজের সংবাদে প্রকাশ, শ্রী ভাসানি এই প্রসঙ্গে জানিয়েছেন, সামরিক প্রশাসনকে পালটে এখানেও বেসামরিক প্রশাসন ব্যবস্থা কায়েম হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, তারা নিশ্চয় ঐ সম্পত্তিসহ ট্রাস্টের অন্যান্য সম্পত্তিও পুনরুদ্ধার করবে। এই ট্রাস্টটি জনহিতকর দাতব্য কার্য পরিচালনা করেন বলে প্রকাশ।
সূত্র: কালান্তর, ১৩.২.১৯৭১