০৯ নভেম্বর, ১৯৭১ঃ ভুট্টো
ভুট্টোর নেতৃত্বাধীন চীন সফরকারী উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশে ফিরে আসে। রাওয়ালপিন্ডি ফিরে বিমান বন্দর লাউঞ্জে সাংবাদিকদের জুলফিকার আলী ভুট্টো বলেন তাহার মিশন শতভাগ সফল হয়েছে। প্রেসিডেন্ট তাদের উপর যে দায়িত্ব দিয়েছিলো তা তারা সফলতার সঙ্গে পালন করেছেন। জাতি তাদের যে উদ্দেশে পিকিং প্রেরন করেছিল তা সফল হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ভুট্টো জানান, তারা এমন এক সময়ে পিকিং সফর করেছেন যখন দেশ যুদ্ধের হুমকির মুখোমুখি। তবে এখন পাকিস্তান যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম এবং হামলাকারীদের পাকিস্তানের মাটিতে কবর রচিত হবে এটা নিশ্চিত। জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে সাক্ষাৎ করিবার পূর্বে তার মিশনের সকল কথা প্রকাশ করিতে অপারগতা প্রকাশ করেন।
রাওয়ালপিন্ডিতে বিকালে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ও পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের বলেন পাকিস্তানের উচিত বৃহৎ শক্তিবর্গের সমালোচনা না করা। পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের সংযত আচরণ করা উচিত। বর্তমানে পরিস্থিতি এমন যে আমাদের ঘরোয়া বিষয়েই মনোনিবেশ করা উচিত। তিনি বিশ্বাস করেন জনগণের সহযোগিতায় যুদ্ধের বিপদ নিরসন সম্ভব হবে।