পাকিস্তান সংবিধান রচনার সঙ্কট :
মীমাংসার জন্য ইয়াহিয়া খানের উদ্যোগ
নয়াদিল্লী, ১৮ ফেব্রুয়ারি (ইউ, এন, আই)- পাকিস্তানের সংবিধান রচনায় সঙ্কট নিরসনের জন্য পাকপ্রেসিডেন্ট ইয়াহিয়া খান নতুন উদ্যোগ গ্রহণ করছেন।
বিমান বাহিনীর প্রাক্তন অধ্যক্ষ এয়ার মার্শাল নুর খান গতকাল ইয়াহিয়া খানের সঙ্গে আলােচনা করে আজ ঢাকায় এসে আওয়ামী লীগ নেতা মুজিবর রহমানের সঙ্গে আলােচনা করেন। নূর খান প্রেসিডেন্টের কাছ থেকে কোনাে বার্তা বহন করে এনেছেন কিনা তা অবশ্য জানা যায় নি।
অন্যদিকে পিপলস পার্টির চেয়ারম্যান জেড এ ভুট্টো আগামীকাল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে করাচিতে এক আলােচনা বৈঠকে বসবেন বলে পাক বেতার জানিয়েছে। ভুট্টো ইয়াহিয়া আলােচনা বৈঠকের জন্য কোন তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সে সম্বন্ধে পাক সেনারা কিছু জানায় নি।
সূত্র: কালান্তর, ৯.২.১৯৭১