কমনওয়েলথ সম্মেলন
কাশ্মীর নিয়ে পাকিস্তানের ঘােট পাকানাের চেষ্টা
নয়াদিল্লী, ১৫ জানুয়ারি (ইউ-এন – আই) – পাকিস্তান আজ কমনওয়েলথ প্রধানমন্ত্রী সম্মেলনে কাশ্মীর ও ফারাক্কা বাধ সমস্যা অপ্রাসঙ্গিকভাবে পুনরুত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী শরণ সিং দ্বিপাক্ষিক আলােচনায় মীমাংসাযযাগ্য বিষয়গুলি, এভাবে কমনওয়েথ দরবারে উত্থাপন করার বিরুদ্ধে আপত্তি জানান। পাকিস্তান বেতার এ সংবাদ দিয়েছে। পাক প্রতিনিধিদলের নেতা ও সে দেশের বাণিজ্যমন্ত্রী ইসানুল হক সম্মেলনে বলেন, এ সমস্যা সমাধানের ব্যর্থতা এ অঞ্চলে বিপদ হয়ে দাঁড়িয়েছে। এ বক্তব্যে কমনওয়েলথ মন্ত্রীদের কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা অবশ্য বেতার ঘােষণা থেকে জানা যায় নি।
শ্রী হক অভিযােগ করেন ভারত পারমাণবিক অস্ত্র নির্মাণের পরিকল্পনা এঁটেছে। তার মতে বড় সমস্যাগুলিকে ছেড়ে সর্বপ্রথম ছােট সমস্যাগুলি সমাধানের দিকে ঝুঁকলে ভারত ও পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক করা যাবে না।
শ্রী হক বলেন গত দু’দশক ধরে চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে পাকিস্তান একথা বুঝতে পেরেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশের ভৌগােলিক অখণ্ডতা বা সার্ববৌমত্ব চীনের দ্বারা বিপন্ন হওয়া সম্ভব নয়।
পাকিস্তান মনে করে পারস্পরিক আলােচনার মধ্যে দিয়েই ইন্দোচীনের শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।
তিনি আরাে বলেন শুধুমাত্র পারমানবিক নিরস্ত্রীকরণ নয় পাকিস্তান চায় প্রচলিত অস্ত্রের ব্যবহারও সীমাবদ্ধ করা হােক অর্থাৎ তিনি অর্থবহ নিরস্ত্রীকরণের উপর জোর দেন।
সূত্র: কালান্তর, ১৬.২.১৯৭১