You dont have javascript enabled! Please enable it! 1971.02.14 | সংবিধান সম্পর্কে আললাচনার জন্য শেখ মুজিবর বেলুচিস্তান সফর করবেন | কালান্তর - সংগ্রামের নোটবুক

সংবিধান সম্পর্কে আললাচনার জন্য
শেখ মুজিবর বেলুচিস্তান সফর করবেন

নয়াদিল্লী, ১৩ ফেব্রুয়ারি (ইউ,এন,আই)- আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান রাজনৈতিক নেতাদের সঙ্গে সংবিধান সম্পর্কে আলােচনার জন্য অতি সত্ত্বর বেলুচিস্তান পরিদর্শন করবেন এই মর্মে গতকাল ঢাকায় তিনি এক বিবৃতি দিয়েছেন। পাকিস্তান বেতার থেকে আজ এ সংবাদ প্রচারিত হয়েছে। বেলচিস্তান। পশ্চিম সীমান্ত প্রদেশে আঞ্চলিক মনােভাব প্রবল। ভূট্টোর পিপলস পার্টি এই দুই এলাকা থেকে জাতীয় পরিষদের একটি আসনও লাভ করতে পারেনি।
আওয়ামী লীগ-প্রধান শেখ মুজিবর রহমান গতকাল ঢাকায় পুনরায় দৃঢ়তার সঙ্গে বলেন যে তার দলের ৬ দফা কর্মসূচীর ভিত্তিতে পাকিস্তানের সংবিধান রচনা করতে হবে। তিনি অবিলম্বে জাতীয় পরিষদ আহ্বানের দাবি জানান যাতে করে সংবিধান রচনার কাজ এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর তরান্বিত করা হয়।
ইতিমধ্যে মুসলিম লীগ কাউন্সিল প্রেসিডেন্ট মিয়া মমতাজ দৌলতানা আওয়ামী লীগের ৬ দফা কর্মসূচীর উপর জাতীয় পরিষদে এক বিতর্কের প্রস্তাব দেন।

সূত্র: কালান্তর, ১৪.২.১৯৭১