১০ নভেম্বর ১৯৭১ঃ আব্বাস আলী খান
পশ্চিম পাকিস্তানে সপ্তাহব্যাপী সফরের শেষ দিকে সাংবাদিকদের আব্বাস আলী খান বলেন আল্লাহতায়ালার উপর আমাদের পূর্ণ ভরসা আছে। ভারত যদি পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে আমরা ঈদের নামাজ দিল্লী ও কলকাতায় আদায় করব। রাজাকার আলবদর বাহিনীর প্রশংসা করে বলেন তারা প্রমান করে দিয়েছে মুসলমান মৃত্যুকে ভয় করেনা। তিনি বলেন এই যুদ্ধ ভারতের মাটিতেই হবে এবং আমরা ঈদের নামাজ দিল্লী ও কলকাতায় আদায় করব। তিনি বলেন টিকে থাকার জন্যই পাকিস্তান সৃষ্টি হয়েছে এবং পূর্ব পাকিস্তানের ঘটনাবলী তা প্রমান করে দিয়েছে।