You dont have javascript enabled! Please enable it! 1971.11.08 | পরশুরাম মুক্তিবাহিনীর দখলে - সংগ্রামের নোটবুক

০৮ নভেম্বর, ১৯৭১ঃ পরশুরাম মুক্তিবাহিনীর দখলে

ফেনীতে মুক্তিবাহিনীর ১নং সেক্টর হেড কোয়ার্টারের যোদ্ধা, ২নং সেক্টরের ক্যাপ্টেন জাফর ইমামের একদল যোদ্ধা এবং মিত্রবাহিনীর লেঃ কর্নেল এ এস চোপড়ার নেতৃত্বে ২য় রাজপুত ও ৩য় ডগরা ২টি কোম্পানী সম্মিলিতভাবে পরশুরামে পাকসেনাদের ওপর আক্রমণ চালায়। পরশুরাম মুক্তিবাহিনীর দখলে চলে আসে। আনুমানিক ৫০ বর্গমাইল এলাকা মুক্ত হয়। পাকিস্তান সেনাবাহিনী এলাকা হারানোর কথা অস্বীকার করে বলে অনুপ্রবেশকারীদের কমপক্ষে ৪৮ জন নিহত ৮০ জন আহত ও ৫ জন আটক হয়েছে। এলাকায় অতিরিক্ত পাক সৈন্য মতায়েন করা হয়েছে। ৪ জন পাক সৈন্য গুরুতর আহত হয়। তখন সামরিক আইনে রাজনীতি নিষিদ্ধ। সাংগঠনিক কাজে নীলফামারী সফরে গিয়েছিলেন মুজিব। হটাত এলাকাবাসীর চাওয়া। তাৎক্ষনিক সিদ্ধান্তেই পকেটের সমুদয় অর্থ দিয়ে দিলেন মসজিদের জন্য।