You dont have javascript enabled! Please enable it! 1971.03.18 | অসহযােগ আন্দোলনের আজ ১৬ দিন | কালান্তর - সংগ্রামের নোটবুক

ঢাকা বেতার কেন্দ্র থেকে…

কলকাতা, ১৭ মার্চ (ইউ এন আই) – আজ সকালে ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে ?
অসহযােগ আন্দোলনের আজ ১৬ দিন। পূর্ব পাকিস্তানের প্রতিটি মানুষ দৃঢ়তার সঙ্গে শেখ মুজিবর রহমানের নির্দেশনামার প্রতি পূর্ণ আনুগত্য জানিয়েছে।
ঢাকা হাইকোর্টের আইনজীবীগণ গতকাল এক প্রস্তাবে শেখ মুজিবরের ৪টি দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং এই দাবিসমূহ পূরণের জন্য তারা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে আবেদন জানান।
সম্প্রতি সামরিক বাহিনীর হাতে যাদের মৃত্যু ঘটেছে সেইসব শহীদের স্মৃতির প্রতি আইনজীবীগণ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
গতকাল সন্ধ্যায় ঢাকার শহীদ মিনার ময়দানে প্রখ্যাত চলচ্চিত্র ও মঞ্চ শিল্পীরা একাঙ্ক নাটকের অভিনয় করেন। বাঙলাদেশের গণ-সগ্রাম ও তার লক্ষ্য পূরণের সগ্রামী দৃঢ়তা এই অভিনয়ের মাধ্যমে রূপায়িত হয়।
বিগত ১ মার্চ থেকে রাজশাহী, রংপুর, যশাের, খুলনা এবং চট্টগ্রাম প্রভৃতি স্থানে সৈন্যবাহিনী যে অত্যাচার চালিয়েছে তার বিরুদ্ধে গতকাল বিভিন্ন ছাত্র ও যুব সংঠন প্রতিবাদ করেছে এবং অবিলম্বে বাংলাদেশ থেকে সৈন্য অপসারণের দাবি জানিয়েছেন।
ইতিমধ্যে সংগ্রাম তহবিলে শ্রমিক কর্মচারী ছাড়াও যারা একদিনের বেতন দান করেছেন তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়, স্টেট ব্যাঙ্ক, প্রশাসনিক কর্মীবৃন্দ, কো-অপারেটিভ ব্যাঙ্কের কর্মচারীরা ডাক-তার বিভাগের তৃতীয় শ্ৰেণীয় কর্মচারী ও চিকিৎসকগণ।
গতকাল ৩৫ দফার নির্দেশনামার এক সংশােধনী অনুসারে আজ থেকে স্টেট ব্যাংকের ক্লিয়ারিং সংক্রান্ত কাজকর্ম চলবে।
সংবাদে আরও ঘােষণা করা হয়েছে যে, এ মাসের শেষ ভাগে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক বাহিনী এই প্রথম পলটন ময়দানে এক কুচকাওয়াজ সংগঠিত করবে।

সূত্র: কালান্তর, ১৮.৩.১৯৭১