ঢাকায় বিভিন্ন নেতার বৈঠক
কাউন্সিল মুসলীম লীগ নেতা মিঞা মমতাজ দৌলতানা আজ আওয়ামী নেতা শেখ মুজিবরের সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকায় পৌছার আগে মিঞা দৌলতানা জানান যে তিনি ২৫ মার্চ জাতীয় পরিষদে যােগদানের শর্ত হিসাবে শেখ মজিবর যে ৪টি দাবি উত্থাপন করেন নীতিগতভাবে তিনি তা সমর্থন করেন।
ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি খান আবদুল ওয়ালি খান, কাউন্সিল মুসলীম লীগের সভাপতি মিঞা মমতাজ দৌলতানার সঙ্গে আলােচনা করেন।
অন্তবর্তীকালীন অসামরিক সরকারের আওয়ামী লীগের শরিক হিসাবে পশ্চিম পাকিস্তানের উপরােক্ত দুটি সংখ্যালঘু দলের নাম প্রস্তাবিত হয়েছে বলে এক সংবাদে প্রকাশ।
সূত্র: কালান্তর, ২২.৩.১৯৭১