You dont have javascript enabled! Please enable it! 1971.03.19 | শেখ মুজিবর সম্পর্কে ‘দেশ্বতীর’ অভিনব মূল্যায়ন | কালান্তর - সংগ্রামের নোটবুক

শেখ মুজিবর সম্পর্কে ‘দেশ্বতীর’ অভিনব মূল্যায়ন

কলকাতা, ১৮ মার্চ-নক্সালপন্থীদের মুখপত্র ‘দেম্প্রতী’ পূর্ব বঙ্গের অপ্রতিদ্বন্দ্বী নেতা শেখ মুজিবর রহমানকে সাম্রাজ্যবাদের দালাল বলে অভিহিত করেছে। দেব্রতীর সাম্প্রতিক সংখ্যার সম্পাদকীয়তে বলা হয়েছে, শ্রমিক কৃষকের বৈপ্লবিক সগ্রামের মধ্য দিয়ে দুই বাংলার ঐক্য সাধন ঠেকানাের জন্য “সাম্রজা্যবাদীরা শেখ মুজিবর এমন একটা ভাবমূর্তি তৈরী করছে, যাতে তাঁকে ঐক্যবদ্ধ বাংলার ত্রাতা বলে মনে হয়।”
এই সম্পাদকীয়তে অভিযােগ করা হয়েছে যে, পূর্ববঙ্গে ঘূর্ণিবাত্যায় পীড়িতদের সাহায্য করার নামে মার্কিন, ব্রিটিশ, পশ্চিম জার্মান, আর “রুশ সাম্রাজ্যবাদীরা” পূর্ব পাকিস্তানে মিলিটারী পাঠাচ্ছে। পশ্চিমবঙ্গে ও “বৈপ্লবিক অভ্যুত্থানের জোয়ার” ঠেকাতে পুলিস সি আর পি ব্যর্থ হবার পর নির্বাচনের অজুহাতে এই রাজ্যকে “সামরিক শাসনাধীনে রাখা হয়েছে।”
দেম্প্রতী এও অভিযােগ করেছে যে, দুই বাংলাকে ঐক্যবদ্ধ করার উদ্যোগে ভারত সরকার সহায়তা করছে, আর অল ইন্ডিয়া রেডিও তার পক্ষে অব্যাহত প্রচার চালিয়ে যাচ্ছে।

সূত্র: কালান্তর, ১৯.৩.১৯৭১