পূর্ব-পাকিস্তানে সৈন্য বাহিনী ও জনতার সংঘর্ষে তিনশ’ নিহত ও দুই সহস্রাধিক আহত
গণ-বিক্ষোভের চাপে ইয়াহিয়ার নতি স্বীকার: সৈন্য অপসারণের নির্দেশ
নয়াদিল্লী, ৫ মার্চ (ইউ এন আই) – পাকিস্তান গণ-পরিষদের অধিবেশন স্থগিতের প্রতিবাদে পূর্ব পাকিস্তানে গত তিন দিন এক অভূতপূর্ব গণ-বিক্ষোভ চলতে থাকে। সৈন্য বাহিনী ও জনতার সংঘর্ষে ৩০০ জন নিহত ও দু’সহস্রাধিক ব্যক্তি আহত হন।
গতকাল এই পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতা ঘােষণা করেন যে, অবিলম্বে যদি সৈন্য বাহিনীকে ব্যারাকে ফেরৎ পাঠাননা না হয় এবং ব্যক্তি-স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা না হয় তবে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক বাহিনী প্রতিরােধ সগ্রাম শুরু করবে।
শেখ মুজিবরের এই শর্ত আগামীকালই শেষ হওয়ার কথা। এর আগেই সামরিক কর্তৃপক্ষ ঢাকার রাজপথ থেকে সৈন্য অপসারণ করতে বাধ্য হয়েছে এবং আগামীকাল প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান পরিস্থিতি সম্পর্কে এক বেতার ভাষণ দেবেন বলে জানান হয়েছে।
পাকিস্তান বেতারের খবরে জানা যায় যে গতকাল সকাল থেকে ঢাকায় কার্টু প্রত্যাহারের পর আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজশাহী এবং রংপুরে আজ রাতেওকার্ফ্যু বলবৎ রয়েছে।
শেখ মুজিবর রহমান এক সপ্তাহব্যাপী যে হরতালের আহ্বান জানিয়েছিলেন, সেই অনুসারে আজ চতুর্থ দিনে বেলা দুটো পর্যন্ত ঢাকা শহরে সম্পূর্ণ হরতাল প্রতিপালিত হয়। অফিস দোকান কল-কারখানা শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি বন্ধ থাকে। বিমান ও ট্রেন চলাচল ব্যবস্থাও স্থগিত থাকে। সকালের দিকে এক বিক্ষুব্ধ জনতা টেলিগ্রাফ, টেলিফোন কেন্দ্র ও দুটি বৃহৎ হােটেল বন্ধ করতে বাধ্য করে।
উল্লেখ্য যে ঢাকার রাজপথ থেকে সৈন্য অপসারণ করা হয়েছে এবং আজ সন্ধ্যায় অবস্থা অনেকটা শান্ত হয়েছে।
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান গতকাল বলেন যে পাকিস্তানকে যুক্ত করে রাখার প্রচেষ্টায় তিনি পশ্চিম পাকিস্তানের নেতা শ্রী জেড এ ভুট্টোর সঙ্গে ক্ষমতা বন্টন সম্পর্কে যৌথভাবে কাজ করতে প্রস্তুত।
সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবর জানান যে পাকিস্তানের দু’অংশের জন্য দু’জন প্রধানমন্ত্রী নির্বাচনের ফর্মুলা গ্রহণে সম্মত আছেন। শেখ মুজিবর আরও বলেন যে শ্রী ভুট্টো যদি দুই প্রধানমন্ত্রীর প্রস্তাব করেন তবে তিনি তা গ্রহণে সম্মত আছেন।
গতকাল করাচীতে এক সাংবাদিক সম্মেলনে পিপলস পার্টির চেয়ারম্যান শ্রী জেড এ ভুট্টো বলেন যে তিনি সংবিধান সম্পর্কে আলােচনার জন্য শেখ মুজিবরের সঙ্গে সাক্ষাতে ইচ্ছুক।
তিনি পুনরায় বলেন যে তিনি আওয়ামী লীগের ছয় দফা কর্মসূচীর বিরােধী নন তবে ঐক্যবদ্ধ পাকিস্তানের লক্ষ্য সামনে রেখেই তিনি চান যে পশ্চিম পাকিস্তানের বক্তব্য সম্পর্কে আওয়ামী লীগ অবহিত হবে না।
পাকিস্তান ভাগের ষড়যন্ত্র ?
করাচী থেকে এ পি’র খবর :
সিয়াটো সেন্টোর সঙ্গে যুক্ত অবসর প্রাপ্ত অফিসার এয়ার মার্শাল আসগর খান বলেন যে পাকিস্তানকে দু’ভাগে বিভক্ত করার জন্য এক আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এই আন্তর্জাতিক চক্রান্তকারীর নাম প্রকাশের জন্য সাংবাদিকদের বার বার অনুরােধের জবাবে এয়ার মার্শাল খান বলেন যে পাকিস্তান বিভক্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সামরিক স্বার্থ রক্ষার কাজ সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন যে সিয়াটো ও সেন্টোর কার্যকলাপের সঙ্গে তিনি ৮ বছর যুক্ত থেকে সুস্পষ্টরূপেই জেনেছেন মার্কিন সামরিক সংস্থা পাকিস্তানকে দু-অংশ ভাগ করতে চায় যাতে করে পশ্চিম পাকিস্তান সামরিক সাহায্যের জন্য সম্পূর্ণভাবে আমেরিকার উপর নির্ভরশীল থাকতে বাধ্য হয়।
সূত্র: কালান্তর, ৬.৩.১৯৭১