You dont have javascript enabled! Please enable it! 1971.03.06 | পূর্ব-পাকিস্তানে গণহত্যার ধিক্কার জানিয়ে সাহিত্যিকদের বিবৃতি | কালান্তর - সংগ্রামের নোটবুক

পূর্ব-পাকিস্তানে গণহত্যার ধিক্কার জানিয়ে সাহিত্যিকদের বিবৃতি
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৬ মার্চ-পূর্ববঙ্গে কয়েকদিনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতি ধিক্কার জানিয়ে পশ্চিম বঙ্গের সাহিত্যকগণ একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিটি পুরােপুরি দেওয়া হল।
“সম্প্রতি পূর্ব পাকিস্তানে যে ব্যাপক গণহত্যা সংঘটিত হল তাকে ধিক্কার দেওয়ার ভাষা আমাদের নেই। পৃথিবীর যে-কোন দেশেই এই ধরনের মর্মান্তিক ঘটনা অনুষ্ঠিত হলে আমরা ক্ষুব্ধ হয়েছি এবং প্রতিবাদ জানিয়েছি। পূর্ব পাকিস্তানের ঘটনা আমাদের কাছে বিশেষ বেদনাদায়ক এই জন্য যে সেখানকার লােকেরা আমাদের প্রতিবেশী এবং ভাষা ও সংস্কৃতির সূত্রে আমরা পরস্পরের সঙ্গে সংযুক্ত।
“পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ সেখানকার অভ্যন্তরীণ ব্যাপার এবং সে-বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই। শুধু আমরা আশা করব সেখানকার জনসাধারণের ইচ্ছা যেন রক্তস্রোতে নিমজ্জিত না করা হয়। গণতান্ত্রিক অধিকার অর্জনের জন্য যারা আত্মাহুতি দিলেন তাদের আমরা সশ্রদ্ধ নমস্কার জানাই ও তাদের জন্য অন্তরের শােক ও সমবেদনা প্রকাশ করি।”
বিবৃতিতে স্বাক্ষর করেছেন – তারাশঙ্কর বন্দোপাধ্যায় অন্নদাশঙ্কর রায় প্রেমেন্দ্র মিত্র বিষ্ণু দে গােপাল হালদার সন্তোষ কুমার ঘােষ দক্ষিণারঞ্জন বসু সুভাষ মুখােপাধ্যায় মণীন্দ্র রায়।

সূত্র: কালান্তর, ৬.৩.১৯৭১