৭ নভেম্বর ১৯৭১ঃ ইন্দিরা গান্ধী
নিউইয়র্কে এনবিসি টিভি সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধী বলেন তার দেশ সব সময় শান্তি কামনা করে। পূর্ব পাকিস্তান ঘটনাবলীর পর দুই দেশের মধ্যকার নাজুক সম্পর্কের জন্য তিনি পাকিস্তানকে দায়ী করেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র ভারতের স্বার্থ বিরোধী কিছু করলে আমরা সুখি হইব না। তিনি বলেন পূর্ব পাকিস্তানের স্বীকৃত নেতা শেখ মুজিবর রহমানের সহিত আলোচনাই একমাত্র বৈধ সমাধান। পূর্ব পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য যে কোন কিছু করা যাইতে পারে। তাহাদের এটা গ্রহন করা উচিত কি অনুচিত একথা বলা আমাদের অধিকার বহির্ভূত। তাহাদের আন্দোলন তাহারাই করিতেছে চূড়ান্ত সিদ্ধান্ত তারাই গ্রহন করিবে। সোভিয়েতের সাথে চুক্তি প্রসঙ্গে তিনি বলেন ইহা কোন প্রতিরক্ষা চুক্তি নয় ইহা একটি মৈত্রী ও শান্তি চুক্তি। চীনের বিষয়ে তিনি বলেন তিনি বিশ্বাস করেন চীন কোন বিরোধে হস্তক্ষেপ করিতে চাহে না।