আটক হােসেন আলিকে মুক্ত করার জন্য শরণার্থীরা পাক দূতাবাসে ঢুকবে
নয়াদিল্লী, ১০ নভেম্বর (ইউএনআই) পাকিস্তানী দূতাবাসে আটক বাঙালী কর্মচারী হােসেন আলি ও তাঁর পরিবার বর্গকে মুক্ত করার জন্য শরণার্থীরা এক বিক্ষোভ মিছিল সংগঠিত করবেন বলে জানা গেছে। স্থানীয় বাঙলাদেশ মিশনের জনৈক মুখপাত্র আজ এখানে তথ্যটি জানিয়ে বলেছেন, মিশনের প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী মুজিবনগর থেকে ফিরে এলেই এই শােভাযাত্রার ব্যবস্থা করা হবে। মুখপাত্রটি জানিয়েছেন বিক্ষোভকারীরা দূতাবাসের মধ্যে ঢুকবে।
স্মরণ করা যেতে পারে, আটক আলি সাহেবকে মুক্ত করার সব রকমের চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র: কালান্তর, ১১.১১.১৯৭১