বাংলার জনগণ শেষাবধি লড়াইয়ের জন্য যে কোন আত্মত্যাগ করতে প্রস্তুত
পূর্ব পাকিস্তানে দশদিন ধরে জাতীয় হরতাল অব্যাহত
কলকাতা, ১১ মার্চ কলকাতা থেকে ইউ এন-আই জানাচ্ছে যে, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান গতরাতে ঢাকায় বলেছেন, সামরিক বর্বরতার জোরে বাংলা দেশকে দমন করতে ব্যর্থ হয়ে ইসলামাবাদ কর্তৃপক্ষ এখন এ প্রদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য সচেষ্ট।
আজ সকালে ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ঐ বিবৃতিতে শ্রী রহমান বলেছেন, ইসলামবাদ সরকার বিদেশীদের ভয় দেখাচ্ছে এবং বিভিন্ন শিল্প সংস্থায় নিযুক্ত বিশেষজ্ঞদের এদেশ থেকে সরে যাবার জন্য ভীত
স্ত করছে যাতে পূর্বাংশের শিল্পোন্নয়নকে পঙ্গু করা যায়। এটা হচ্ছে তাদের শেষ মরণকামড়।
পূর্ব-পাকিস্তানের সাম্প্রতির ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত অঞ্চলগুলির জন্য পৃথিবীর সমস্ত অঞ্চল থেকে যেসব রিলিফ সামগ্রী ইত্যাদি এসেছিল সরকারী কর্মকর্তারা তার হিসাবাদি গােপন করছে বলে তিনি অভিযােগ করেন।
শ্রী রহমান আরও বলেছেন যে, গােটা দুনিয়ার কাছে এটা প্রমাণিত হয়েছে যে, জনগণই হচ্ছে শেষ কথার মালিক। বর্বর শক্তি প্রয়ােগ করে জনগণকে দমন করা যায় বলে যারা মনে করেছিলেন তারা চালে ভুল করেছিল।
ইসলামবাদ কর্তৃপক্ষ এখনও তাদের ভুল ও বেপরােয়া নীতি আঁকড়ে আছে-সৈন্যবাহিনী এখনও পর্যন্ত এখানে বাড়াবাড়ি ছাড়েনি।
তিনি বলেছেন, ইতিহাস তাদের পক্ষে, কাজেই বাংলাদেশের মানুষ শেষাবধি লড়বার জন্য যে কোন আত্মত্যাগ করতে প্রস্তুত।
তিসংঘের সেক্রেটারি জেনারেল ও তার কর্মকর্তাদের পূর্ব পাকিস্তান থেকে সরিয়ে নিচ্ছেন দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন সাড়ে সাত কোটি মানুষের জরুরী প্রয়ােজনের কথা চিন্তা করছেন না। “আপনার কর্মচারীদের নিরাপত্তার ব্যবস্থা করলেই কি আপনার কর্তব্য শেষ হল?” মুজিবর রহমান উক্ত মন্তব্য করেন।
অসহযােগ সংগ্রাম অব্যাহত
ঢাকার বেতার কেন্দ্রের সংবাদেই বলা হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত অহিংস অসহযােগ আন্দোলনের আজ দশম দিন। যে সমস্ত বিভাগকে হরতাল থেকে রেহাই দেওয়া হয়েছে সেগুলিতে স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে-কিন্তু তাছাড়া সমস্ত সরকারী ও বেসরকারী বিভাগেই কর্মীরা হরতাল পালন করছেন।
অন্যদিকে মৌলানা ভাসানীও গতকাল এক জনসভায় ঘােষণা করেছেন, বাংলার জনগণের স্বার্থে তিনি আওয়ামী লীগের কার্যক্রমেই সমর্থন করছেন।
জাতীয় পরিষদ অধিবেশন পূর্বাংশেই বসবে। রেডিও অস্ট্রেলিয়ার এক সংবাদে বলা হয়েছে, পাকিস্তানের পূর্বাংশেই জাতীয় পরিষদের অধিবেশন আগামী ২৫ মার্চ বসবে বলে রাষ্ট্রপতি ইয়াহিয়া খান আজ ঘােষণা করেছেন।
গত সপ্তাহে জাতীয় পরিষদের অধিবেশন বসবার সিদ্ধান্তের কথা জানালেও পাকরাষ্ট্রপতি কোথায় তা বসবে একথা জানান নি।
ভুট্টোর তার
রেডিও পাকিস্তানের এক সংবাদে বলা হয়েছে, পি-পি-পির চেয়ারম্যান শ্রী জেড, এ, ভুট্টো আওয়ামী লীগ নেতা শ্রী মুজিবর রহমান খানের কাছে এক তারবার্তা পাঠিয়ে সংবিধান সংক্রান্ত সংকট সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করতে অনুরােধ জানিয়েছেন।
তিনি বলেছেন, এজন্য শ্রী রহমানের সঙ্গে আলােচনা করার জন্য তিনি অবিলম্বে ঢাকা যেতে এবং সংকট সমাধানের জন্য সাধ্যায়ত্ত চেষ্টা করতে প্রস্তুত।
সূত্র: কালান্তর, ১১.৩.১৯৭১