বিক্ষোভ উত্তাল সারা পূর্ব পাকিস্তান কয়েক স্থানে কার্ফ্যু ২ জন নিহত
পশ্চিম পাকিস্তানেও বিস্ফোরণের আশংকা
নয়াদিল্লী, ৩ মার্চ (ইউ এন- আই) – পাকিস্তান সরকার পশ্চিম-পাঞ্জাব রাজ্য-সরকারকে আজ এক নির্দেশে বলেছে যে, শিক্ষা প্রতিষ্ঠানে যাতে বেআইনী ও ধ্বংসাত্মক কার্যকলাপ না চলে তার জন্য যেন স্থানীয় কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়।
ফলে রাজ্য সরকারও সেইরূপ আদেশ জারি করেছে। ওয়াকিবহাল মহল মনে করছে পাক সরকারের এই হুশিয়ারির কারণ হলাে ভীতি’। জাতীয় এসেম্বলি বন্ধ করে দেওয়ায় পূর্ব পাকিস্তানের মতাে এখানেও জনজাগরণ ঘটতে পারে বলে সম্ভবত পাক সরকার মনে করছে।
সূত্র: কালান্তর, ৪.৩.১৯৭১