You dont have javascript enabled! Please enable it! 1971.03.15 | বিমান ছিনতাই সম্পর্কে পাকিস্তান নরম মনােভাব নেবে? | কালান্তর - সংগ্রামের নোটবুক

বিমান ছিনতাই সম্পর্কে পাকিস্তান নরম মনােভাব নেবে?

নয়াদিল্লী, ১৪ মার্চ (ইউ এন আই) – ভারতীয় বিমান ছিনতাই সম্বন্ধে ভারত সরকার পাকিস্তান সম্পর্কে কিছুটা নরম মনােভাব গ্রহণ করতে পারে বলে রাজধানীতে পর্যবেক্ষক মহল মনে করছেন।
ভারত সরকার পাকিস্তানের ৩ মার্চের চিঠির জবাবে তাঁদের দাবি অনেক কমিয়ে এনেছে বলে কোন কোন সংবাদপত্রে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র দপ্তরের জনৈক মুখপাত্র বলেন, ভারতের আকাশ পথে পাক বিমান চলাচল নিষিদ্ধ করে যে আদেশ জারি করা হয়েছিল তার কোনাে পরিবর্তন হয় নি।
আজ ভারত সরকারের প্রকাশিত একটি নােটে এই প্রসঙ্গে পাকিস্তান সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা বিমান ছিনতাইকারীদের সম্পর্কে শাস্তি বিধান করতে রাজী আছেন কি-না।
প্রসঙ্গত উল্লেখ্য, এ সম্বন্ধে ভারতের পূর্বের দাবি ছিল পাকিস্তানকে ধ্বংস করা বিমানটির জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং ছিনতাকারীদের ভারতে ফেরত পাঠাতে হবে।
ভারতীয় নােটটি এখানে পাকিস্তান হাই কমিশনারকে দেবার পর ইসলামাবাদ বিমান ছিনতাই সম্বন্ধে বিচার বিভাগীয় তদন্ত বসাবার যে সিদ্ধান্ত ঘােষণা করছে তার ফলেই রাজধানীর কূটনৈতিক মহল বিষয়টিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন।

সূত্র: কালান্তর, ১৫.৩.১৯৭১