পূর্ব পাকিস্তানের সঙ্কট সম্পর্কে উথান্টের কাছে মুজিবর রহমানের আবেদন
নয়াদিল্লী, ১১ মার্চ (ইউ-এন আই) – পাকিস্তানের সঙ্কট আজ এক নতুন আকারে আত্মপ্রকাশ করছে।
সামরিক শাসনের অক্টোপাশ পূর্ব-পাকিস্তানের ৭ কোটি মানুষের জীবন যে ভয়াবহ দুর্যোগ এনে দিয়েছে তার উল্লেখ করে শেখ মুজিবর রহমান রাষ্ট্রসংঘের সেক্রেটারী জেনারেল- শ্ৰী উ-থান্ট-এর নিকট এক আবেদন পাঠিয়েছেন।
ইতিমধ্যে আওয়ামী লীগের পশ্চিম পাঞ্জাব শাখার নেতা শ্রী এম খুরশিদ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের সঙ্গে আলােচনার জন্য বিমান-যােগে ঢাকা যাত্রা করেছেন। স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে যে, পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান গতকাল পশ্চিম পাঞ্জাবের আওয়ামী লীগ নেতা শ্রী এম খুরশিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিভিন্ন মহল থেকে আভাস দেওয়া হয় যে, জেনারেল ইয়াহিয়া খানের এক বিশেষবার্তা নিয়েই শ্রী খুরশিদ ঢাকায় আসছেন।
বি বি সি-র খবরে জানা যায় যে, এ সপ্তাহেই জেনারেল ইয়াহিয়া খান ঢাকা যাত্রা করতে পারেন।
পিপলস্ পার্টির চেয়ারম্যান শ্রী জেড এ ভুট্টো-ও শেখ মুজিবর রহমানের সঙ্গে আলােচনার প্রস্তাব করে এক তারবার্তা পাঠিয়েছেন। শেখ মুজিবর এখনও কোন জবাব দেন নি বলে জানা গেছে।
সূত্র: কালান্তর, ১১.৩.১৯৭১