পাকিস্তান দিবসে সামরিক শাসনের বিরুদ্ধে জেহাদ ঘােষণা
নয়াদিল্লী, ২৩ মার্চ (ইউ এন আই) – আজ সমগ্র বাংলা দেশে ‘পাকিস্তান দিবস’ প্রতিপালনের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামী জেহাদ সােচ্চার হয়ে উঠেছে।
বিগত ১৯৫৬ সালের ২৩ মার্চ স্বল্পকালস্থায়ী পাকিস্তানের প্রথম সংবিধান ঘােষণার দিনটিকে স্মরণ করেই আজ সারা বাংলা দেশে প্রতিরােধ দিবস উদ্যাপিত হচ্ছে।
এই দিবস উপলক্ষে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান স্বাধীনতা অর্জনের জন্য সর্ব প্রকার ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে জনগণের নিকট এক আহ্বান জানান।
তিন সপ্তাহ ব্যাপী পরিচালিত আইন অমান্য আন্দোলন সম্পর্কে উল্লেখ করে শেখ মুজিবর জনগণকে শান্তিপূর্ণভাবে ও শৃংখলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাবার নির্দেশ দেন।
তিনি ঘােষণা করেন ঃ বাংলা দেশের সাড়ে সাত কোটি মানুষ একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে বসবাস করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এক বিশাল জনতা শেখ মুজিবের ভাষণ শােনার জন্য ঢাকার ধানমণ্ডীতে শেখ মুজিবরের বাসভবনের সামনে জমায়েত হয়।
‘জয় বাংলা’-লেখা সহ বাংলা দেশের পতাকা’ শেখ মুজিবের বাসভবনে ও অন্যান্য সরকারী ও বেসরকারী ভবনে উত্তোলিত করা হয়।
বাংলা দেশ বাহিনী’ নামে এক নয়া সংগঠন আজ ‘পাকিস্তান দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের প্রতি সামরিক কায়দায় অভিবাদন জানায়। অভিবাদন গ্রহণের পর শেখ মুজিবর বাঙলা দেশের পতাকা উত্তোলন করেন।
এই প্রতিরােধ দিবস’ উপলক্ষ্যে মৌলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। রাত্রিতে টর্চ লাইটসহ এক মিছিল শহর পরিক্রমা করে।
সূত্র: কালান্তর, ২৪.৩.১৯৭১