৮ আগস্ট
মুজিবর রহমানের মুক্তিদিবস
নয়াদিল্লী ২৯ জুলাই (ইউ এন আই) – ভারত বাঙলাদেশ মৈত্রী সমিতি আগামী ৮ আগস্ট দেশব্যাপী মুজিবর রহমান মুক্তি দিবস পালনের আহ্বান জানিয়েছে।
সংসদের ৪০ জন সদস্য এক যুক্ত বিবৃতিতে বঙ্গবন্ধু মুজিবর রহমানের গােপন বিচারের নামে ইয়াহিয়ার ঘৃণ্য চক্রান্ত সম্পর্কে জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য দেশের সর্বত্র সভা-শােভাযাত্রা সংগঠিত করার উদ্দেশ্যে সবকটি রাজনৈতিক দল ও অন্যান্য গণ-সংস্থাগুলির প্রতি আবেদন জানিয়েছেন।
তাঁরা তাঁদের বিবৃতিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির কাছে মুজিবর রহমানের মুক্তির দাবিতে ইয়াহিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্য আবেদন জানিয়েছেন।
আবেদনে ড. ত্রিগুণা সেন, ভূপেশ গুপ্ত, ড. হেনরী অস্টিন, সমর গুহ, চিত্ত বসু, মধু দাণ্ডাভাতে ও ভি কে কৃষ্ণমেনন প্রমুখ সদস্যরা স্বাক্ষর করেছেন।
সূত্র: কালান্তর, ৩০.৭.১৯৭১