পূর্ব বাংলার জনগণের স্বাধিকার সংগ্রামের সমর্থনে
আজ সন্ধ্যা ৫-৩০ টায় জনসভা
স্থানঃ – ইউনিভারসিটি ইনস্টিটিউট হল
বক্তাঃ সর্বশ্রী অধ্যাপক অমিয় দাশগুপ্ত (মহারাজ)
মহম্মদ ইলিয়াস অজয় দাশগুপত প্রমুখ।
ভারতের কমিউনিটি পার্টি –
পাকিস্তানের নারী আন্দোলনের প্রতি শুভেচ্ছা
নায়দিল্লী, ২২ মার্চ গণতন্ত্র ও উন্নততর জীবনের জন্য সংগ্রামে পূর্ব-পাকিস্তানের নারী সমাজের প্রতি ভারতীয় নারীদের জাতীয় ফেডারেশনের পক্ষ থেকে জ্ঞাপন করা হয়েছে।
উক্ত ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী রেণু চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শ্রীমতী বিমলা ফারুকী, পূর্ব পাকিস্তান মহিলা পরিষদের সম্মেলনের প্রস্তুতি কমিটির কাছে আজ এক পত্র দিয়েছেন। তাতে বলা হয়েছে যে, গণতন্ত্র এবং সামাজিক ও অর্থনেতিক ন্যায় সঙ্গত সংগ্রাম কোন দেশের একক সগ্রাম নয়। জনগণের ইচ্ছার প্রাধান্য এবং সমস্ত প্রকার অসমতা দূর করার জন্য বিশ্বব্যাপী সংগ্রামের এ একটি অংশ।
পত্রে আরও বলা হয়েছে, “পাকিস্তানের নারীদের মহান আন্দোলনের প্রতি ভারতের নারীসমাজ সজাগ দৃষ্টি রাখছেন। পাকিস্তানের নারী সমাজ তাদেরই নিকটাত্মীয় বলে তারা মনে করেন। এক মহান ইতিহাস ও ঐতিহ্যের আমরা উভয়েই অংশীদার। সাম্প্রতিক কালে আমরা আপনাদের দেশের গণতন্ত্র, নারী প্রগতি এবং মর্যাদা ও সামাজিক ন্যায় সঙ্গত জীবনযাত্রার যে সগ্রাম তাকে সহানুভূতি ও প্রশংসার সঙ্গে দেখছি। আজ নারী আন্দোলনের বিশ্ব ভূমিকা আর নারী মুক্তি ও অধিকার রক্ষার সংগ্রামেই সীমাবদ্ধ নেই, তাদের জাতীয় ভবিষ্যত গড়ে তােলার কাজেও সক্রিয়ভাবে অংশগ্রহণে সাহায্য করছে।”
উপরােক্ত পত্রে এই দৃঢ় আশা প্রকাশ করা হয়েছে যে ভারতও পাকিস্তানের দুই মহান দেশে নারী সমাজের মধ্যে বন্ধুত্ব আগামী বছরগুলিতে আরও বাড়বে।
সূত্র: কালান্তর, ২৩.৩.১৯৭১