You dont have javascript enabled! Please enable it! 1971.08.15 | বঙ্গবন্ধুর মুক্তির জন্য ইয়াহিয়ার কাছে কমিউনিস্ট পার্টির দাবি | কালান্তর - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর মুক্তির জন্য ইয়াহিয়ার কাছে কমিউনিস্ট পার্টির দাবি

নয়াদিল্লী, ১৪ আগস্ট (ইউ-এন-আই) – ভারতের কমিউনিস্ট পার্টি আজ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে বঙ্গবন্ধু মুজিবর রহমানকে অবিলম্বে এবং বিনাশর্তে মুক্তি দানের দাবি জানিয়েছে।
আজ এখানে পার্টির জাতীয় পরিষদের অধিবেশনে গৃহীত এক প্রস্তাবে শেখ মুজিবরের জীবনের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে যে, গােপন সামরিক আদালতে বঙ্গবন্ধুর বিচার তাঁকে হত্যা করার জন্য ইয়াহিয়া খানের একটি ভাঁওতা ছাড়া আর কিছুই নয়। বঙ্গবন্ধুর প্রাণরক্ষা এবং তাঁর মুক্তির উদ্দেশ্যে সম্ভাব্য সমস্ত উপায়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের ব্যবস্থা করার জন্য ঐ প্রস্তাবে ভারত সরকারকে সচেষ্ট হওয়ার আবেদন জানান হয়েছে। কসাইদের ফাঁসির দড়ি থেকে মুজিবরকে রক্ষা করার উদ্দেশ্য পার্টি সমস্ত রাজনৈতিক দল ও গণসংগঠনগুলিকে দেশব্যাপী শক্তিশালী প্রচার অভিযান গড়ে তােলার আহ্বান জানিয়েছে।

সূত্র: কালান্তর, ১৫.৮.১৯৭১