You dont have javascript enabled! Please enable it! 1971.09.04 | মুজিবরের জীবন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ছিনিমিনি খেলছে ইরাণের মাধ্যমে বাঙলাদেশের প্রতি আত্মসমর্পণের প্রস্তাব | কালান্তর - সংগ্রামের নোটবুক

মুজিবরের জীবন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ছিনিমিনি খেলছে ইরাণের মাধ্যমে বাঙলাদেশের প্রতি আত্মসমর্পণের প্রস্তাব
(বিশেষ প্রতিনিধি)

নয়াদিল্লী, ৩ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আত্মসমর্পণ করানাের উদ্দেশে মুজিবর রহমানের জীবন নিয়ে জুয়া খেলতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সমস্যার সমাধানকল্পে ইরাণের মাধ্যমে বাঙলাদেশের নেতাদের সঙ্গে ইতিমধ্যেই সংযােগ স্থাপন করেছে বলে বিশ্বস্ত মহলের সংবাদে প্রকাশ। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহকারী ডেভিড অ্যাবশায়ার তাঁর সরকারের প্রস্তাব নিয়ে মার্কিন সামরিক বিমানে চড়ে গােপনে ঢাকা ও কলকাতার মধ্যে ঘােরাফেরা করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সরকারের মাধ্যমে বাঙলাদেশ নেতাদের এই বলে হুমকি দিয়েছে যে যদি তাঁরা স্বাধীনতার দাবি পরিত্যাগ না করেন তবে মুজিবের জীবন রক্ষা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র কোন গ্যারান্টি দিতে পারবে না।
যদিও বাংলাদেশ সরকার ঐ প্রস্তাবকে সরাসির নাকচ করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র হাল ছাড়ে নি। মুজিবের জীবন বিপন্ন এই কথা বলে তারা বাঙলা দেশের বিভিন্ন নেতার সঙ্গে পৃথক পৃথকভাবে যােগাযােগ করার চেষ্টা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ মহল থেকে বাঙলা দেশের সংগ্রামকে অন্য খাতে বইয়ে দেওয়ার জন্য এই মহলের এজেন্টরা বাঙলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী অংশকে প্রভাবিত করার কাজ খুবই সক্রিয় হয়ে উঠেছে। এই ধরনের একটি সংস্থা আন্তর্জাতিক উদ্ধারকারী কমিটি নামে খ্যাত এবং এই কমিটি প্রতিবিপ্লবী কাজের জন্য বিশেষভাবে পরিচিত। হাঙ্গেরী ও কিউবায় প্রতিবিপ্লবী শরণার্থীদের মধ্যে এই কমিটি বিশেষভাবে সক্রিয়। ছিল। বর্তমানে কলকাতায় এই কমিটির দপ্তর স্থাপিত হয়েছে এবং এখান থেকে বাঙলাদেশ শরণার্থীদের জন্য প্রতি মাসে ২৪ হাজার ডলার ব্যয়িত হচ্ছে। শ্রীমতী ওসওয়াল্ড লর্ড-এর পরিচালনায় কলকাতা দপ্তর চালু করা হয়েছে। শ্রীমতী ওসওয়াল্ড সি-আই-এর লোেক বলে জানা গেছে। এই কমিটি বাঙলাদেশের বুদ্ধিজীবীদের চরম দুর্গতির সুযােগ নিয়ে কিনতে চাইছে এবং কয়েকজন বুদ্ধিজীবী মার্কিনের এই ফাঁদে ইতিমধ্যেই পা দিয়েছেন।

সূত্র: কালান্তর, ৪.৯.১৯৭১