মুজিবের বিচার চলছে যথাকালে রায় জানানাে হবে
পাক সমর-চক্রের ঘােষণা
নয়াদিল্লী, ২৮ সেপ্টেম্বর- আজই ভারতের বিভিন্ন সংবাদপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুক্তি সম্পর্কে যখন গবেষণা চলছে, তখন পাক রেডিও দীর্ঘ দিনের নীরবতা ভঙ্গ করে জানিয়েছে, বিশেষ সামরিক আদালতে শেখ মুজিবের বিচার চলছে। কোথায় এই বিচার হচ্ছে রেডিও সে-সংবাদ দেয় নি, তবে পাকিস্তানের নাগরিকদের এই বলে হুঁসিয়ার করে দিয়েছে যে বিচার চলাকালীন এমন কিছু যেন বলা না হয় বা বিচারের ক্ষতি করতে পারে। রাওয়ালপিণ্ডি থেকে ইয়াহিয়া খানের দপ্তর এই সংবাদ প্রচার করেছে।
রাওয়ালপিণ্ডি থেকে প্রচারিত পাক রেডিওর ঐ ঘােষণা উদ্ধৃত করে ইউ এন আই আরও জানিয়েছে যে এ পর্যন্ত ২০ জন সাক্ষীকে জেরা করা হয়েছে। পাকিস্তানের প্রাক্তন আইনমন্ত্রী এ, কে, ব্রোহি মুজিবের পক্ষ সমর্থন করার জন্য পাক সামরিক চক্র কর্তৃক নিযুক্ত হয়েছেন। তাঁকে আরও যে তিনজন সাহায্য করছেন তাঁরা হলেন, গুলাম আলি মিঞা, আকবর মির্জা, গুলাম হুসেন।
সূত্র: কালান্তর, ৩.৯.১৯৭১