সামরিক আদালতে শেখ মুজিবরের বিচার হবে
জং নামে একটি কাগজ লিখেছে যে, “জাতীয়তা বিরােধী ও বিচ্ছিন্ন হবার কার্যকলাপের জন্য বাঙলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানকে একটি সামরিক আদালতে বিচার করা হবে। জং-এর সংবাদ উদ্ধৃত করে ইউ এন আই নয়াদিল্লী থেকে জানাচ্ছে যে পাকিস্তান গােয়েন্দা বিভাগ নাকি এমন অনেক প্রমাণ পেয়েছে যাতে দেখা গেছে যে, বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘােষণা করার ব্যাপারে শেখ মুজিবর ভারত ও অন্য কয়েকটি বৈদেশিক শক্তির সঙ্গে ষড়যন্ত্র করেছে।
উক্ত কাগজে আরও বলা হয়েছে যে, পাক-সরকার ঢাকা ষড়যন্ত্র মামলাকে পুনরায় তােলবার বিষয়েও বিবেচনা করছে। সেখানে পুরাতন অভিযােগ ছাড়াও নতুনভাবে সংগৃহীত অভিযােগেরও বিচার হবে।
সূত্র: কালান্তর, ১৭.৪.১৯৭১