You dont have javascript enabled! Please enable it! 1971.09.06 | শেখ মুজিবরের নেতৃত্বে বাঙলাদেশে গণতান্ত্রিক সরকার হােক -অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী | কালান্তর - সংগ্রামের নোটবুক

শেখ মুজিবরের নেতৃত্বে বাঙলাদেশে গণতান্ত্রিক সরকার হােক -অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ওয়াশিংটন, ৪ নভেম্বর (এপি) গতকাল এখানে এক জাতীয় প্রেস ক্লাবের ভােজসভায় ভাষণদন প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী উইলিয়াম ম্যাকমােহন বলেন যে, শেখ মুজিবর রহমানের নেতৃত্বে বাঙলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে দেওয়া হােক।
তিনি বলেন, “যত শীঘ্র” পূর্ববঙ্গে একটি গণতান্ত্রিক সরকার স্থাপনে পাকিস্তানকে রাজী করান যাবে ততই মঙ্গল।”
তিনি মনে করেন না যে, ভারত বা পাকিস্তান কোনাে যুদ্ধ চায়। তবে “আসল বিপদ হল পূর্ববঙ্গের জনসাধারণ গেরিলা যুদ্ধে শিক্ষিত হচ্ছেন এবং অকস্মাৎ পাক-বাহিনী বা মুক্তিফৌজের পক্ষ থেকে আক্রমণ শুরু হয়ে যেতে পারে।” তিনি চীন সম্পর্কে মন্তব্য করেন যে, চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে প্রয়ােজন মাফিক সময়…।

সূত্র: কালান্তর, ৬.৯.১৯৭১