You dont have javascript enabled! Please enable it! 1971.10.03 | মুজিবের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য সাক্ষীদের গােপন স্থানে রাখা হয়েছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

মুজিবের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য সাক্ষীদের গােপন স্থানে রাখা হয়েছে

কলকাতা ২ অক্টোবর (ইউ এন আই) – শেখ মুজিবর রহমানের প্রতি যে কোন ধরনের শাস্তিই হােক না সে সম্পর্কে দেশান্তরে জনমত গঠন করার জন্য পাক সরকার তার কূটনৈতিক মিশনগুলিকে নির্দেশ দিয়েছে। এই মর্মে এখানে খবর পাওয়া গেছে। একটি সার্কুলারে কূটনৈতিক মিশনগুলিকে এ ব্যাপারে সংবাদ পত্রগুলিকে প্রভাবিত করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
শেখ মুজিবরের বিরুদ্ধে মামলা সাজাবার জন্য সাক্ষ্য দেবার জন্য সামরিক প্রশাসন কর্তারা ঢাকা থেকে চারজন সাংবাদিক, চারজন বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক, দু জন ব্যাঙ্ক মালিক এবং বেশ কিছু সরকারী ও সামরিক অফিসারকে পশ্চিম পাকিস্তানে ধরে নিয়ে গেছে। ঢাকা ছাড়বার আগে এই সব ঢাকাই সাক্ষীকে সামরিক কর্তৃপক্ষ শিখিয়ে পড়িয়ে দিয়েছে। তাদের শেখান হয়েছে যে শেখ মুজিবর নিজে অবাঙ্গলী হত্যা করার নির্দেশ দিয়েছিলেন এ কথা তাদের বলতে হবে।
কিছু কিছু সাক্ষী ঢাকায় ফিরে এসেছেন, কিন্তু অন্যদের অজ্ঞাত কোন স্থানে নিরাপত্তামূলক আটক রাখা হয়েছে। এমন কি এদের পরিবারের লােকেরাও জানেন না যে এদের কোথায় রাখা হয়েছে। এর আগে ঢাকার বেশ কিছু সাংবাদিক শেখ মুজিবরের বিরুদ্ধে সাক্ষ্য দেবার কথা বলা হলে তারা পালিয়ে গিয়েছিলেন।

সূত্র: কালান্তর, ৩.১০.১৯৭১