You dont have javascript enabled! Please enable it! 1971.10.05 | নয়াদিল্লীর পাক হাই-কমিশনের আরও দুইজনের সম্পর্ক ছিন্ন | কালান্তর - সংগ্রামের নোটবুক

নয়াদিল্লীর পাক হাই-কমিশনের আরও দুইজনের সম্পর্ক ছিন্ন

নয়াদিল্লী ৪ অক্টোবর (ইউ এন আই) -পাকিস্তান হাই-কমিশনার আরাে দুইজন বাঙালী কর্মচারী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাঙলাদেশ সরকারের প্রতি আনুগত্য জানিয়েছেন আজ সন্ধ্যায় শ্রী হুমায়ুন রসিদ চৌধুরী, পাক হাই কমিশনের আরাে একজন কর্মী, বাঙলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।
শ্রী চৌধুরীর পূর্বে, সংশ্লিষ্ট দপ্তরের ১২ জন কর্মী পাক-সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এবং আজ বিকেলে নাটকীয়ভাবে আর একজন হাই-কমিশন ভবন থেকে সপরিবারে পালিয়ে এসেছেন। তারা নাম শ্রীফকরুদ্দীন আহমেদ।
শ্ৰী আহমেদ বাঙলাদেশ মিশনে এসে সাংবাদিকদের জানান যে তাকে এবং আরাে ১০ জন বাঙালী কর্মচারীকে ইসলামাবাদে বদলীর আদেশ দেওয়া হয়েছিল। আজ সকালে হাইকমিশনার ও অপর একজন পাক-কর্মচারী কর্তৃক তিনি লাঞ্ছিত হয়েছে। শ্রী আহমেদকে হাইকমিশন ভবন ত্যাগ করে যেতে বলা হয়।

সূত্র: কালান্তর, ৫.১০.১৯৭১