You dont have javascript enabled! Please enable it! 1971.10.27 | বাঙলাদেশ সমস্যা হলাে একটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে অসহায় জনগণকে ব্যবহার করা -প্রধানমন্ত্রী | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সমস্যা হলাে
একটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে অসহায় জনগণকে ব্যবহার করা
-প্রধানমন্ত্রী

ব্রুসেলস্ ২৬ অক্টোবর (ইউ এন আই) – বাঙলাদেশের উপর পাকিস্তান সরকার গণহত্যার কার্যক্রম চাপিয়ে দেওয়ার ফলে ভারত উপমহাদেশে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ ব্রুসেলস-এর নাগরিকদের কাছে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এ কথা বলেন। রয়াল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এ তিনি ভাষণ দিচ্ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাঙলাদেশ সমস্যা হলাে-“একটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে অসহায় মানুষকে অস্ত্র হিসাবে ব্যবহার করা।” সভ্যতার প্রচলিত ধ্যান-ধারণার সংগে পূর্ববাংলার ঘটনাবলী সম্পর্কিত নয় বলে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন এই নয়া আক্রমণকে প্রতিহত করার জন্য বিশ্ব কি এগিয়ে আসবে না?
প্রধানমন্ত্রীর ভাষণ শােনার জন্য হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন।
তাদের লক্ষ্য করে শ্রীমতী গান্ধী বলেন, ভারতের স্থায়িত্ব ও নিরাপত্তার পক্ষে গভীর উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হওয়া সত্ত্বেও সরকার ও জনগণ যথেষ্ট আত্মসংযমের পরিচয় দিয়েছেন। এই পরিস্থিতি সমগ্র অঞ্চলের শান্তিকে বিঘ্নিত করে তুলেছে। সঙ্কটের মৌলিক সমস্যার সমাধান দাবি করে প্রধানমন্ত্রী বলেন, সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে যা বাঙলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের গ্রহণযােগ্য হয়।
বিশ্বের শান্তিকামী মানুষের কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কালবিলম্ব না করে এখনই এমন অবস্থা সৃষ্টি করতে হবে যাতে নতুন শরণার্থী আসা বন্ধ হয় এবং যারা এসেছেন তারা নিরাপত্তা ও মর্যাদা নিয়ে স্বদেশ ফিরে যেতে পারেন।”
একটি প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ভারতস্থিত বাঙলাদেশের গেরিলাদের কাছ থেকে মুক্তিবাহিনী প্রশিক্ষণ নিচ্ছেন এবং সরকার তা বন্ধ করতে পারেন না।
সুইডিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যােগাযােগ
গতকাল শ্রীমতী গান্ধী টেলিফোনে সুইডিশ প্রধানমন্ত্রী পলিমেকে বাঙলাদেশ পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করেছেন। টেলিফোন শ্রীপালমে ভারত সীমান্তের পরিস্থিতি জানতে চাইলে প্রধামন্ত্রী তাকে কিছু কিছু তথ্য দেন।
ভিয়েনায় শ্রীমতী গান্ধী
আজ সকালে ৩ দিনের সফরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী অষ্টিয়ায় পৌঁছেছেন। আকাশবাণী জানিয়েছেন, আনুষ্ঠানিক আলােচনার সময় বেলজিয়াম প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীকে জানিয়েছেন যে, বাঙলাদেশ সমস্যার কোনাে সন্তোষজনক রাজনেতিক সমাধান না হওয়া পর্যন্ত তার দেশ পাকিস্তানকে কোনােরূপ সাহায্য দেবে না।

সূত্র: কালান্তর, ২৭.১০.১৯৭১