লক্ষ্মৌতে বাঙলাদেশের সংসদীয় প্রতিনিধি দল
লক্ষ্মৌ ৬ জুন (ইউ এন আই) – বাঙলাদেশ থেকে আগত ৩ সদস্য বিশিস্ট এক সংসদীয় প্রতিনিধিদল গতকাল এখানে এক সম্বর্ধনা সভায় বাঙলাদেশ সরকারকে যতশীঘ্র সম্ভব স্বীকৃতি দানের জন্য আহ্বান জানান।
স্থানীয় বাঙালীক্লাবে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় উক্ত প্রতিনিধিদলের নেতা শ্রী ফণী মজুমদার বলেন যে ভারত কর্তৃক বাঙলাদেশ সরকারের স্বীকৃতিদান উভয় দেশের স্বার্থের পক্ষেই অনুকূল।
তিনি আরও বলেন যে বাঙলাদেশের জনসাধারণের উপর পাকিস্তানী ফৌজ যে নৃশংস বর্বরতা চলিয়েছে। ইতিহাসে তার কোন নজীর নেই।
সূত্র: কালান্তর, ৭.৬.১৯৭১