You dont have javascript enabled! Please enable it! 1971.06.07 | সাম্প্রদায়িকতাবাদীরা পশ্চিম পাকিস্তানী পুজিপতিদের দালাল | কালান্তর - সংগ্রামের নোটবুক

সাম্প্রদায়িকতাবাদীরা পশ্চিম পাকিস্তানী পুজিপতিদের দালাল
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৬ জুন আজ সন্ধ্যায় স্বাধীন বাঙলা বেতার কেন্দ্র কর্তৃক প্রচারিত বাঙলাদেশ সরকারের এক নির্দেশাবলীতে সমাজদ্রোহী ও সাম্প্রদায়িকতাবাদীদের কার্যকলাপ সম্পর্কে বাঙলাদেশের জনসাধারণকে হুশিয়ার করে দিয়ে বলা হয়েছে, “এদের একমাত্র পরিচয় এরা পশ্চিম পাকিস্তানী পুঁজিপতি ও শােষকদের দালাল।”
নির্দেশাবলীতে স্পষ্ট ভাষায় জানানাে হয়েছে, “দুনিয়ার সর্বত্র দেশদ্রোহিতার একমাত্র শাস্তি ও মৃত্যুদণ্ড” এবং এখানেও তার ব্যতিক্রম হবে না।
বাঙলাদেশের জনগণের উদ্দেশ্যে একই নির্দেশাবলীতে জানানাে হয়েছে, “নিজের উপর বিশ্বাস হারাবেন -আমাদের এ সংগ্রাম ন্যায়, সত্য ও আজাদীর সগ্রাম, এ সংগ্রামে জয় সুনিশ্চিত।”
‘স্বাধীন বাঙলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সংবাদে বলা হয়েছে, তথাকথিত ‘আজাদ কাশ্মীর অঞ্চলের নূরশাহ এলাকায় মুসলিম লীগ ও ভূট্টোর পিপলস পার্টির মধ্যে এক সংঘৰ্ষতে গুলি বিনিময় হয়েছে। ঐ দুই দল কর্তৃক উক্ত এলাকায় সংগঠিত দুটি পাল্টা সভা অনুষ্ঠানের সময়ই ঐ সংঘর্ষ ঘটে। ঐ এলাকায় স্থানীয় পিপলস পার্টির সভাপতি মিঞা বরকত আলী সহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: কালান্তর, ৭.৬.১৯৭১