জাতীয় মুক্তিফ্রন্ট গঠনের আহ্বান
বাঙলাদেশের জনগণ পাক দখলদার বাহিনীকে স্বদেশ থেকে উৎখাত করার উদ্দেশ্য বীরত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যখন সৃষ্টি করছেন, তখন ঐ সংগ্রামের সম্মুখে যে সকল সমস্যা বিরাজ করছে-“সমস্ত সংগ্রামী শক্তিসমূহকে একত্রিত করে জাতীয় মুক্তিফ্রন্ট এখনও গঠিত হয় নি, হাজার হাজার তরুণ ছাত্র-যুবক দেশমাতৃকাকে মুক্ত করার জন্য জীবনকে তুচ্ছ করে মুক্তির লড়াইয়ে এগিয়ে আসছেন কিন্তু এদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আজও করা হয় নি”- সেগুলির উল্লেখ করে তিনি বলেছেন, “মুক্তিসংগ্রামকে তীব্র, সংহত ও সংগঠিত করার জন্য বাঙলাদেশের আওয়ামী লীগ, জাতীয় আওয়ামী পার্টি, কমিউনিস্ট পার্টিসহ সকল . সগ্রামী রাজনৈতিক দল, ছাত্র-শ্রমিক-গণ- সংগঠনসমূহকে নিয়ে জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন এবং এ ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সূত্র: কালান্তর, ২৬.৬.১৯৭১