বাঙলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থনে বড়িষার মহিলাদের প্রয়াস
কলকাতা, ২৯ জুন (সংবাদদাতা) – বড়িষা বাঙলাদেশ সহায়ক মহিলা প্রস্তুতি কমিটি মুক্তিযুদ্ধের সমর্থনে, বাঙলাদেশকে স্বীকৃতি ও অস্ত্র সাহায্যের দাবিতে প্রচারাভিযান চালাচ্ছেন। কমিটি উক্ত দাবিগুলির ভিত্তিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান করেছেন এবং ১৯ জনু সন্ধ্যায় একটি মহিলা সভার আয়ােজন করেছিলেন। এছাড়া শরণার্থীদের ত্রাণকার্যের জন্য তারা টাকা-পয়সা, পুরান কাপড়-চোপড়; সাবু-বার্লি সগ্রহ করেন।
১৯ জুনের সভায় বাংলাদেশের মহিলা নেত্রী মালেকা বেগম, পশ্চিমবাঙলা মহিলা ফেডারেশন সম্পাদক অর্পণা ব্যানার্জি ও ঝর্ণা ভট্টাচার্য প্রমুখ আলােচনায় অংশ গ্রহণ করেন। বড়িষা বাঙলাদেশ সহায়ক মহিলা প্রস্তুতি কমিটি শ্রী মতি বেগমের হাতে ৫০ টাকা তুলে দেন।
২০ জুন এই কমিটির পক্ষ থেকে অখিল ভট্টাচার্য, মায়া চক্রবর্তী, মীরা ভট্টাচার্য, উজ্জ্বল ভট্টাচার্য ও অমিতাভ চক্রবর্তী কাপড় চোপড় ৬০ কিলাে সাবুবালি নিয়ে বারাসত শরণার্থী শিবিরে যান এবং ত্রাণকার্যে অংশগ্রহণ করেন।
সূত্র: কালান্তর, ৩০.৭.১৯৭১