যুদ্ধ চলছে
দেশের প্রতি আমাদের কর্তব্য ও নিষ্প্রদীপ সম্পৰ্কীয় নির্দেশ মেনে চলুন।
কেবলমাত্র অপরিহার্য জিনিষ কিনুন। কালােবাজারে কিছু কিনবেন না। মজুত করবেন না।
মূল্যমান বজায় রাখুন।
মুদ্রাস্ফীতি রােধ করতে সঞ্চয়ে সচেষ্ট হন।
রক্তদান করুন।
আতঙ্কগ্রস্ত হবেন না।
গুজবকে প্রশ্রয় দেবেন না।
নিরলস পরিশ্রম করুন-উৎপাদন বাড়ান
এল, আই, সি-র মাধ্যমে সঞ্চয় করুন দেশের প্রতিরক্ষা-ব্যবস্থা সুদৃঢ় করুন।
সূত্র: কালান্তর, ৭.১২.১৯৭১