মুক্তিবাহিনীর ভয়ে পাক কর্তৃপক্ষ চালনা ও খুলনা বন্দর বন্ধ করে দিয়েছে
মুজিবনগর, ১৫ নভেম্বর (ইউ-এন-আই) মুক্তিবাহিনীর নৌ কমাণ্ডে যােদ্ধাদের প্রচণ্ড তৎপরতার ফলে পাকসেনাদের নিয়ন্ত্রিত চালনা ও খুলনাবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বহু বিদেশী বাণিজ্য জাহাজের ক্রু পূর্ববাঙলার বন্দরগুলােতে অগ্রসর হতে অস্বীকার করেছে।
গত বৃহস্পতিবার রাত্রিতে চালনা বন্দরে একটি মালবাহী জাহাজ ‘মেলবোের্ণ’ নােঙর করার সঙ্গে সঙ্গে এক বিকট বিস্ফোরণের মুখে পড়ে। এই বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। পরদিন অষ্ট্রেলীয়ার মালবাহী জাহাজ মারকারার উপর নৌ কমান্ডাের প্রচণ্ড আক্রমণ চালায় এবং জাহাজটি সম্পূর্ণ অকেজো করে দেয়।
গত শুক্রবার একটি সােমালিয়ান জাহাজ এস এস বালিয়ান’ যখন পুসুর নদী অতিক্রম করছিল তখন জাহাজটির উপর মুক্তিবাহিনীর গেরিলারা এক শক্তিশালী বােমা বিস্ফোরণ ঘটায়। ফলে জাহাজটি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আজ বি বি সির এক রিপাের্টে বলা হয়েছেঃ
সম্প্রতি মুক্তিবাহিনীর গেরিলা যােদ্ধারা চালনা বন্দরে ৪টি জাহাজ ডুবিয়ে দেয়। এই ৪টি জাহাজের মধ্যে ২ টি পাকিস্তানী জাহাজ।
ইতিমধ্যে ব্রিটিশ জাহাজ সিটি অব সেন্ট আলবানস’এর ক্যাপ্টেন বলেন যে তাদের জাহাজটির উপর প্রচণ্ডভাবে গােলা বর্ষণ চলতে থাকে। জাহাজটি বিধ্বস্ত হয়। জাহাজের ক্রুরা কোনক্রমে বেঁচে যায়। ক্যাপ্টেন আরও জানায় যে জাহাজটি চালনা বন্দর থেকে পাট নিতে এসেছিল।
সূত্র: কালান্তর, ১৬.১১.১৯৭১