ঢাকায় মহামারী শুরু
নয়াদিল্লী, ৪ এপ্রিল (ইউ এন আই) – বাংলা দেশের রাজধানী ঢাকা শহরে আজ ব্যাপক আকারে মহামারীর আশংকা দেখা দিয়েছে।
গত ২৫ মার্চ থেকে পাকিস্তান সামরিক বাহিনী যে গণহত্যা শুরু করেছে তার ফলে রাস্তায় রাস্তায় বিক্ষিপ্ত মৃত দেহের স্থূপ এক অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এবং ক্রমে রােগ মহামারী আকারে দেখা দিচ্ছে।
পাকিস্তান বেতার থেকে বলা হয়ে যে মহামারী বিরােধী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং টিকা দেওয়াও শুরু হয়েছে।
পাকিস্তান বেতারে দাবি করা হয়েছে যে ঢাকায় স্বাভাবিক জীবন যাত্রা ফিরে এসেছে এবং শহর পরিষ্কার করার কাজও চলছে।
সূত্র: কালান্তর, ৫.৪.১৯৭১