You dont have javascript enabled! Please enable it! 1971.04.20 | খুলনার কৃষক নেতা বিষ্ণু চ্যাটার্জি নিহত | কালান্তর - সংগ্রামের নোটবুক

খুলনার কৃষক নেতা বিষ্ণু চ্যাটার্জি নিহত

খুলনার এককালের অন্যতম শ্রেষ্ঠ কৃষক ও কমিউনিস্ট নেতা কমরেড বিষ্ণু চ্যাটার্জি তাঁর স্বগ্রাম খানকা গ্রামে মুসলিম লীগপন্থী গুণ্ডাদের দ্বারা গত ১১ এপ্রিল দুপুরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে।
কমরেড চ্যাটার্জির বয়স হয়েছিল ৬০ বৎসরের কিছু বেশী। দীর্ঘ কারাবাসের ফলে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়ে। গত দু’বৎসর তাঁর পক্ষে আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ সম্ভব হচ্ছিল না। অবশেষে এককালের এই অদ্বিতীয় সর্বজনপ্রিয় কৃষক নেতাকে গুপ্তঘাতকের ছুরিকাঘাতে প্রাণ দিতে হল। বর্তমানের গােলমেলে পরিস্থিতির মধ্যে তাঁর মৃত্যুর খবর কৃষকরা জানতেও পারে নি। ঘটনাটি তাদের পক্ষে নিঃসন্দেহে অতি শােকাবহ হবে।

সূত্র: কালান্তর, ২০.৪.১৯৭১