বাংলাদেশ সম্পর্কে
পাকিস্তান সামরিক জুন্টা ফিল্ড অফিসারদের উপরও ভরসা করতে পারছে না
আগরতলা ২৪ এপ্রিল (ইউ-এন আই) – পাকিস্তান সামরিক জুন্টা নিজেদের ফিল্ড কামন্ডারদের উপরও আর ভরসা রাখতে পারছে না। তাই বাংলাদেশে যুদ্ধরত ফিল্ড কামন্ডারদের একের পর এক করাচীর সদর দপ্তরে ডেকে পাঠানাে হচ্ছে বলে সীমান্তের ওপার থেকে সংবাদ এসে পৌঁছেছে।
সামরিক জুন্টা ঢাকায় অবস্থানরত সামরিক অফিসাররা পূর্ব-বাঙলায় পরিকল্পনামাফিক কাজ করতে অক্ষম হয়েছে বলে তাদেরকে ঐ স্থান থেকে সরিয়ে অন্যদের বসাতে শুরু করেছে। জনৈক টেলিভিশন অফিসার করাচী থেকে ঢাকা হয়ে এখানে পৌঁছে এক বর্ণনায় বলেছেন যে, পশ্চিম পাকিস্তানে সামরিক জুন্টার বিরুদ্ধে জনগণের মধ্যে বিক্ষোভ দানা বেধে উঠছে এবং মাঝে মাঝেই তার বহিঃপ্রকাশ ঘটছে।
উক্ত অফিসার এই প্রসঙ্গে বলেন যে, ২ জন অফিসারের মৃতদেহ করাচীতে পৌছানাের পর বাঙলাদেশের প্রকৃত অবস্থা জানার জন্য জনতা বিক্ষোভ শুরু করলে তা সংঘর্ষে পরিণত হয়। তিনি বলেন, কোন একটি বিমান বাংলাদেশে থেকে পশ্চিম পাকিস্তানে এসে পৌছুননামাত্রই বিরাট সংখ্যক জনতা সংবাদ জানার জন্যে এসে জমায়েত হয়।
টেলিভিশন অফিসার আরাে জানান যে, পিপলস পার্টির চেয়ারম্যান শ্ৰী ভুট্টো পশ্চিম পাকিস্তানের যেখানেই যাচ্ছেন সেখানেই ছাত্র ও যুবক তাকে ঘেরাও করে বিক্ষোভ প্রকাশ করছে।
সূত্র: কালান্তর, ২৫.৪.১৯৭১