You dont have javascript enabled! Please enable it! 1971.04.13 | পাক হানাদার বাহিনী সারসা থানায় দখল নিয়েছে- শরণার্থীদের চলে আসতে বাধাদানে নতুন কৌশল | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাক হানাদার বাহিনী সারসা থানায় দখল নিয়েছে – শরণার্থীদের চলে আসতে বাধাদানে নতুন কৌশল
(সীমান্ত সফররত স্ট্যাফ রিপাের্টার)

বেনাপােল, ১২ এপ্রিল- ইতিপূর্বে খবর পাওয়া গিয়েছিল, পাক-হানাদার বাহিনী এখান থেকে তিন মাইল দূরের সারসা থানায় গতকাল দুপুরে এসেছিল এবং থানা ঘরের তালা ভেঙে দরকারী জিনিসপত্র নিয়ে আবার চলেও গিয়েছিল। আজ এখানে সর্বশেষ যে সংবাদ পাওয়ার গেছে তা থেকে জানা যায়, হানাদারদের একটি ছােট্ট বাহিনী আজ আবার এসেছে এবং সম্ভবত থাকবে। তারা এখন একটি নতুন কৌশল নিয়েছে। গ্রামে যেয়ে যাকে পাচ্ছে তাকেই এই বলে আশ্বাস দিচ্ছে তােমাদের সঙ্গে আমাদের বিরােধ নেই। তােমরা চাষ করাে, দোকান-বাজার খােলাে স্বাভাবিক জীবনযাত্রা চালাও। তারা আরাে বলেছেন, ঘরে ঘরে পাকিস্তানী পতাকা উড়াও গ্রাম ছেড়ে কোথাও যেও না।
মুক্তিযােদ্ধাদের কয়েকজনের সঙ্গে আলাপ করে জানলাম, এই নতুন কৌশলের কারণ হচ্ছে, হানাদাররা দেখছে তাদের অত্যাচারে সত্যই গ্রামগুলি শূন্য হয়ে যাচ্ছে। চাষাবাদ নেই। হাট-বাজার বসে না। তারা এখন প্রমাণ করতে চাইছে যে, আসলে তারা কোন অত্যাচার করে নি তাই গ্রামে লােকজন আছে।
যে মুক্তিযােদ্ধা বন্ধুটির সঙ্গে কথা বলেছিলাম গত তিনদিন তাঁর পেটভরে খাওয়া হয় নি। একুশ দিন ধরে একটি খাকি জামা আর ফুলপ্যান্ট পরে আছেন। জামায় তেল চিটে পড়ে গেছে। হাতে স্টেনগান বুকের কাছে ঝুলছে গুলি বােঝাই দুটি থলে। হাসি মুখে বল্লেন ? জিতব আমরা নিশ্চয়ই। আমাদের সােনার মাটি থেকে দস্যুরা যে পালাবেই তাতে কি আর কোন সন্দেহে আছে? আমাদের দেখেও কি বিশ্বাস হয় না?

সূত্র: কালান্তর, ১৩.৪.১৯৭১