ঢাকা রেডিওর প্রচারে পরস্পর বিরােধী তথ্য
নয়াদিল্লী, ২২ এপ্রিল (ইউ-এন-আই) – আজ পাকিস্তান রেডিও থেকে বলা হয়েছে যে ঢাকার সরকারী ও আধা সরকারী অফিসগুলিতে ও পূর্ববঙ্গের অন্যান্য অংশে গতকাল থেকেই কর্মচারীরা যােগ দিতে শুরু করেছে। সামরিক কর্তৃপক্ষ কর্মচারীদের যে কাজে যােগদানের চরম পত্র দিয়েছিল তার মেয়াদ গতকাল শেষ হয়েছে। রেডিওতে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু পরবর্তী ঘটনায় তার কোন সমর্থন পাওয়া যায় না।
রেডিওতে বলা হয়েছে যে, যাতায়াতের অসুবিধার জন্য শহর ও শহরতলীকে কর্মীরা পায়ে হেটে অফিসে এসেছে। যাতায়াতের অসুবিধা থেকেই মনে হয় পরিবহন ব্যবস্থা চালু করার মত কর্মী কাজে যােগ দেয় নি।
আজই আবার ঢাকা রেডিও থেকে জানা যায় যে বাংলাদেশের বেসামরিক লােকেরা সৈন্যবাহিনীর সঙ্গে সহযােগিতা করছে না।
সামরিক কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত পাকিস্তান রেডিওর ঢাকা স্টেশন থেকে এই মর্মে আবেদন করা হয়েছে যে যারা সৈন্যবাহিনীর সঙ্গে সহযােগিতা করবে তাদের প্রতি খুব বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা হবে।”
সূত্র: কালান্তর, ২৩.৪.১৯৭১