পূর্ববঙ্গের পুতুল শাসকের
এক মুখে দুই কথা
কলকাতা, ১৪ সেপ্টেম্বর-বাঙলাদেশের পাক অধিকৃত অঞ্চলের গভর্ণর ডঃ এ এম মালিক আজ ভারতের বিরুদ্ধে একই সঙ্গে কুৎসা প্রচার করেছেন- আবার শরণার্থী সমস্যা সম্পর্কে আলােচনার জন্য ভারত সরকারের সঙ্গে এক টেবিলে বসতেও রাজী হয়েছেন।
ইউ এন আই জানাচ্ছে যে ঢাকা রেডিও প্রদত্ত এক বেতার ভাষণে তিনি বলেছেন যে শরণার্থীসহ অন্যান্য সমস্যা সম্পর্কে ভারতীয় মন্ত্রীদের সঙ্গে আলােচনা করতে রাজী আছেন। তবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে শরণার্থী প্রত্যাবর্তনের পথে বাধা সৃষ্টি করছে বলে ভারতের বিরুদ্ধে তিনি অভিযােগ করেছেন।
ড, মালিক স্বীকার করেছেন শরণার্থীদের ফেলে আসা সম্পত্তি পাক সেনাবাহিনীর দালালদের মধ্যে বিলি বন্টন করা হয়েছে। তবে শরণার্থীরা ফিরে এলেই তাদের হাতে পুনরায় সম্পত্তি প্রত্যাপর্ণ করা হবে বলে তিনি ওকালতি করেছেন।
এ ছাড়াও তাঁকে স্বীকার করতে হয়েছে যে পাক অধিকৃত অঞ্চলের অর্থনীতি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সংযােগ ব্যবস্থা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ড. মালিক জানান যে সড়ক ও রেলওয়ে যােগাযােগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় এখন প্রধানতঃ নদী পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে এবং পরিবহন ব্যবস্থা চালু করার জন্য চীন ও বৃটেন জলযান সরবরাহ অব্যাহত রেখেছে।
তিনি বলেন, জনগণের ক্রয়ক্ষমতা নেই। সরকার এ বিষয়টির প্রতি নজর রেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ। করছে।
সূত্র: কালান্তর, ১৫.৯.১৯৭১