You dont have javascript enabled! Please enable it! 1971.07.15 | পূর্ববঙ্গে প্রায় দুর্ভিক্ষের অবস্থা | কালান্তর - সংগ্রামের নোটবুক

পূর্ববঙ্গে প্রায় দুর্ভিক্ষের অবস্থা
পাক সরকারের গয়ংগচ্ছ নীতির সমালােচনায় সিনেটার কেনেডী

ওয়াশিংটন, ১৪ জুলাই (এ-পি) সিনেটার এডওয়ার্ড কেনেডী বলেছেন, অবিলম্বে জরুরী ধরনের কাজ না করলে পূর্ববঙ্গে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে অনশনে ভুগতে হবে। অনেকগুলি অঞ্চলের পক্ষে ১ আগস্ট তারিখটাই হচ্ছে চরম মুহুর্তের মত গুরুতর।
তিনি বলেছেন, প্রথমে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং পরে গৃহযুদ্ধে ক্ষত-বিক্ষত পূর্ববঙ্গে রিলিফ বিতরণাদির ব্যাপারে অগ্রাধিকার দিয়ে যেসব কাজ করে দরকার সেগুলির মধ্যে সংযােগ সাধনের যে-ব্যবস্থা পশ্চিম পাকিস্তান সরকার করেছে, মার্কিন ‘এইড’ সংস্থার কর্মকর্তারা এক রিপাের্টে তার সমালােচনা করেছেন।
এসব কর্মকর্তাদের অভিমত এবং মার্কিন প্রভাবিত বিশ্ব-ব্যাঙ্কের সমীক্ষার পর মার্কিন সরকারের আশাবাদী মনােভাবের অবসান হওয়া উচিত, এই মন্তব্য করে তিনি বলেছেন, এটা খুবই মর্মান্তিক যে একটা অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি দারুনভাবে ক্ষুন্ন করতে পারে এমন এক পরিস্থিতিতিতেও মার্কিন প্রশাসন সচরাচর অনুসৃত ধরণেই কাজকর্ম চালাচ্ছে।
অন্যদিকে গতকালও মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে তারা পূর্ববঙ্গে “দাতব্যের কাজ” জোরদার করছে। দপ্তরের প্রেস অফিসার চার্লস ব্রে বলেছেন, মার্কিন দেশের পশ্চিম উপকূল থেকে জাহাজ বােঝাই করে এক লক্ষ টন শস্য পূর্ববঙ্গে পাঠাবার এক্তিয়ার দেওয়া হয়েছে।

সূত্র: কালান্তর, ১৫.৭.১৯৭১