You dont have javascript enabled! Please enable it! 1971.04.19 | বৃটেনের সংবাদপত্রে বাঙলাদেশে পাক বাহিনীর বর্বর অত্যাচারের নিন্দা | কালান্তর - সংগ্রামের নোটবুক

বৃটেনের সংবাদপত্রে
বাঙলাদেশে পাক বাহিনীর বর্বর অত্যাচারের নিন্দা

লন্ডন, ১৮ এপ্রিল (এ. পি) বাঙলাদেশের নিরস্ত্র বে-সামরিক নাগরিকদের উপর পশ্চিম-পাকিস্তানী সৈন্যবাহিনী যে বর্বর অত্যাচার চালাচ্ছে বৃটেনের সংবাদপত্রগুলি তার তীব্র নিন্দা করেছে।
সানডে টেলিগ্রাফ (রক্ষণশীল) বলেছে, আমরা যে যুগে বাস করছি সেই যুগে কি মানুষের বিবেকবিবেচনা একেবারে ভােতা হয়ে গেল।
পূর্ব-পাকিস্তানের ভয়াবহ গণ-হত্যাকে বৃটেন যে ঔদাসীন্যের চোখে দেখছে তাতে একথা না মনে করে আর কিভাবেই বা ব্যাখ্যা করা যায়।
ভারতস্থ মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিং পূর্ববঙ্গে যা ঘটছে তা যে আভ্যন্তরীণ ব্যাপার নয় তা স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বৃটেনেরও পরিষ্কারভাবে মনােভাব ব্যক্ত করা উচিত বলে উক্ত সংবাদপত্রে বলা হয়েছে।
সানডে টাইমস (নির্দলীয়) – লিখেছে, ভারত উপমহাদেশে যা ঘটছে আধুনিক কালে তার আর অন্য কোন নজির নেই। পাকিস্তানী কেন্দ্রীয় সরকার বাঙালী জাতীয়তাবাদের অনুগামীদের যথাসম্ভব হত্যা করে মিশ্চিহ্ন করার পথ অবলম্বন করেছে।

সূত্র: কালান্তর, ১৯.৪.১৯৭১