টিক্কা খানের মৃত্যু-রহস্য
পূর্ব বাঙলার সামরিক শাসকের প্রশাসক লে. টিক্কা খান ঢাকায় প্রথম দিনের সামরিক অভিযানেই নিহত হন। কিন্তু পাকিস্তান রেডিও শুক্রবার পর্যন্ত দাবি করেছে টিক্কা জীবিত।
নয়াদিল্লীর ইউ, এন, আই সংবাদদাতা টিক্কা খান কিভাবে আহত হন তার এক বিবরণ সংগ্রহ করেছেন।
শনিবারের এই সংবাদে বলা হয়, ঢাকার নিরস্ত্র নাগরিকদের উপর সৈন্যভিযানের প্রথমদিনে টিক্কা খান নিজেই ঐ অভিযান পরিচালনা করছিলেন। এক সময়ে টিক্কা খান লেঃ কর্ণেল সামসুদ্দিনকে ট্যাঙ্ক থেকে গােলা বর্ষণের আদেশ দেন।
জানা গেছে, ঐ সময়ে সামসুদ্দিন এর প্রতিবাদ করে বলেন, এর থেকে কম বল প্রয়ােগেই কাজ হবে। টিক্কা খান গুরুতর পরিণতির ভয় দেখিয়ে সামসুদ্দিকে তাঁর আদেশ পালন করতে বলেন। কিন্তু সামসুদ্দিন আবারও অস্বীকার করেন। | খান সাহেব রিভলভার বের করেন কিন্তু সামসুদ্দিন আরও ক্ষিপ্রহাতে তাঁর রিভলভার থেকে গুলি ছুঁড়ে টিক্কাকে আহত করেন। পরে টিক্কা খান নার্সিং হােমে যারা যান। তবে পাকিস্তান রেডিও আজও টিক্কা খানের নামােল্লেখ করেছে।
সূত্র: কালান্তর, ৪. ৪. ১৯৭১