You dont have javascript enabled! Please enable it! 1971.04.21 | বাঙলাদেশে পাক বাহিনীর বর্বর অত্যাচারের বিরুদ্ধে ডবলু এফ টি ইউ’র প্রতিবাদ | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে পাক বাহিনীর বর্বর অত্যাচারের বিরুদ্ধে ডবলু এফ টি ইউ’র প্রতিবাদ
(বিশেষ প্রতিনিধি)

নয়াদিল্লী, ১৬ এপ্রিল-বিশ্বের সর্ব বৃহৎ ট্রেড ইউনিয়ন সংস্থা ডবলু এফ টি ইউ বাংলাদেশের অধিবাসীদের এবং শ্রমজীবী জনগণের উপর পাক সামরিক বাহিনীর বর্বর অত্যাচারের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করেছে।
উক্ত সংস্থা প্রাগের সদর দপ্তর থেকে প্রচারিত এক বিবৃতিতে পাকিস্তান সামরিক আইন জারি করে সেখানকার গণতান্ত্রিক অধিকার ও শ্রমজীবী মানুষের স্বাধীনতার উপর যে বর্বর আক্রমণ শুরু হয়েছে সে সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
পাক সামরিক বাহিনীর অত্যাচারের ফলে পূর্ববঙ্গের হাজার হাজার নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছে।
পাক বাহিনীর আক্রমণের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অত্যাচার বন্ধ করার এবং জনগণের জনপ্রিয় দাবি অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের দাবি জানানাে হয়েছে।

সূত্র: কালান্তর, ২১.৪.১৯৭১