অধিকৃত বাঙলাদেশে পাকিস্তানী বর্বরতা চলছেঃ জেসেল
লন্ডন, ৫ জুলাই-গতকাল বৃটিশ রেডিওতে বক্তৃতা প্রসঙ্গে রক্ষণশীল এম পি শ্রীটবি জেসেল বলেছেন যে, বাঙলাদেশে পশ্চিম পাকিস্তানী সৈন্য জনগণকে হত্যা করছে এবং সে দেশে সন্ত্রাসের রাজত্ব জারি করছে-এ বিষয়ে তার বিন্দু মাত্রও সন্দেহ নেই।
শ্রীজেসেল দৃঢ়তার সঙ্গে বলেন, শরণার্থীদের বাঙলাদেশে ফিরে যাবার পরামর্শ দেওয়া অন্যায় হবে, কারণ তিনি বিশ্বাস করেন যে, ভারতের শরণার্থী শিবিরগুলিতে থাকলেই তাদের বাঁচার সম্ভাবনা বেশি।
একই প্রােগ্রামে অপর রক্ষণশীল এম পি শ্রীমতী জিল নাইট বলেছেন, তিনি বাঙলাদেশে নৃশংসতার কোন প্রমাণ পান নি।
সম্প্রতি বৃটিশ পার্লামেন্টের যে প্রতিনিধিদল পাক-অধিকৃত বাঙলাদেশ এবং ভারতের পশ্চিম বঙ্গে ব্যাপকভাবে সফর করে গিয়েছেন শ্রীজেসেল ছিলেন তার অন্যতম সদস্য। আর শ্রীমতী নাইট তারও আগে ইয়াহিয়ার অতিথিরূপে বাঙলাদেশ “দেখে গিয়েছেন।
সূত্র: কালান্তর, ৬.৭.১৯৭১